স্কাই বাংলা, নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের সময় ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন সেনাদের জল-খাবার পৌঁছে দিয়ে নজির গড়েছিল দশ বছরের শ্রবণ সিং। সেই সাহস, মানবিকতা আর দেশপ্রেমের স্বীকৃতি হিসেবেই 'প্রধানমন্ত্রী বাল পুরস্কার ২০২৬' পেল শ্রবণ সিং। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেছে ভারতীয় সেনাবাহিনীর ‘সবচেয়ে কনিষ্ঠ সিভিল ওয়ারিয়র’ হিসেবে পরিচিত এই খুদে। শ্রবণ বর্তমানে মামদোট সরকারি স্কুল-এর পঞ্চম শ্রেণির ছাত্র।
অপারেশন সিঁদুর চলাকালীন ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় মোতায়েন সেনা জওয়ানদের জন্য নিয়মিত জল, চা, দুধ, লস্যি আর বরফ পৌঁছে দিত সে। শুধু তাই নয়, বিপজ্জনক ওই এলাকায় দাঁড়িয়েও শ্রবণ সৈনিকদের নিজের বাড়িতে থাকার প্রস্তাব পর্যন্ত দেয়—যা দেখে সেসময় তাজ্জব হয়েছিলেন অনেকে। সীমান্তে দায়িত্বে থাকা সেনাদের পাশে দাঁড়িয়ে এক শিশুর এমন নির্ভীক ভূমিকা বিরল বলেই মনে করছে সেনা মহল।
শুধু সম্মানেই থামছে না স্বীকৃতি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শ্রবণের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব তারা নেবে। লক্ষ্য একটাই-এই সাহসী শিশুটি যাতে পড়াশোনা চালিয়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে।

