স্কাই বাংলা, বাঁকুড়া: SIR এর চাপে বাঁকুড়ায় আত্মঘাতী হলেন এক বিএলও। সূত্রের খবর মৃত ওই বিএলওর দেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোট। আর এই ঘটনাকে ঘিরে সরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। বাঁকুড়ার রানিবাঁধের ঘটনা। রবিবার স্কুল থেকে বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম হারাধন মণ্ডল। বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের রাজাকাটার ২০৬ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। পেশায় স্কুলশিক্ষক। রবিবার ছুটির দিন স্কুল থেকে উদ্ধার হয় হারাধনের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, দেহের পাশে মিলেছে একটি চিঠি। তারিখ দিয়ে সইও রয়েছে বিএলওর।ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁকুড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

