বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে নদীতে পড়ল একাধিক বগি

SKY BANGLA TV
0

স্কাই বাংলা ডেস্ক: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেল সিমেন্ট বোঝাই মালগাড়ির বেশ কয়েকটি বগি। আসানসোল থেকে সীতামারহি যাওয়ার পথে মালগাড়ির ১৯টি বগি বেলাইন হয়ে যায়। সিমুলতলা স্টেশনের কাছে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। দূরপাল্লার বহু ট্রেন আটকে যায় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আরপিএফ এবং রেল আধিকারিকরা ঘটনাস্থলে যান। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। ও লাইন থেকে ওই মালগাড়িটিকে সরিয়ে মেরামতের কাজ। ঠিক কেন দুর্ঘটনা সেটা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

লাইনচ্যুত একাধিক বগি, ছবি- ইন্টারনেট 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top