বাঁকুড়ায় অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ১ ব্যক্তির

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার ভাদুল এলাকায়। মৃতের নাম বুধন বাউরি (৫৫)। বাঁকুড়া সদর থানার এক্তেশ্বর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধন সাইকেলে চড়ে যাচ্ছিলেন। রাস্তায় একটি অজানা গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোমবার মেডিক্যালের মর্গে হয় দেহের ময়নাতদন্ত। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটির খোঁজ চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top