SIR শুনানিতে হয়রানির মাঝে মঙ্গলে বাঁকুড়ায় সভা মুখ্যমন্ত্রীর

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে রাজ্য জুড়ে চলছে এস আই আর। আর এই অবস্থায় মঙ্গলবার বাঁকুড়ায় জনসভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বীরসিংহপুর ময়দানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা। নির্বাচনকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই সভা থেকে কী বার্তা দেন আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 

গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি হাতছাড়া হয়েছিল তৃনমূলের। লোকসভা নির্বাচনেও জেলার ২ টি আসনের মধ্যে বিষ্ণুপুর লোকসভা আসনে জয়ের মুখ দেখেনি রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার বাঁকুড়ায় সভা মুখ্যমন্ত্রীর। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সভায় রেকর্ড সংখ্যক জমায়েতের টার্গেট নিয়েছে তৃনমূল। তৃনমূল নেতৃত্বের দাবি সভায় কমপক্ষে এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যে এস আই আর আবহে হওয়া এই সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের কোন সুর বেঁধে দেন মুখ্যমন্ত্রী আপাতত সেদিকেই তাকিয়ে তৃনমূল নেতা কর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top