বঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Malay Singha
0

স্কাই বাংলা, কলকাতা: তিন দিনের সফরে বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছোন তিনি। শাহ পৌঁছোনোর আগে থেকেই দমদম বিমানবন্দরের বাইরে বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় জমেছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি থেকে নেমে বিজেপি কর্মীদের জমায়েতের দিকে হাত নাড়েন তিনি। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা হেঁটে এগিয়েও যান কর্মীদের দিকে। আগে কখনও বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে এমনটা করতে দেখা যায়নি তাঁকে। জানা গিয়েছে এ দিন রাজ্য বিজেপির কার্যালয়ে একটি বৈঠক করেন তিনি। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। পরের দিন ইসকন মন্দিরে যাবেন শাহ বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top