স্কাই বাংলা, নয়াদিল্লি: ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা বিপজ্জনক ভাবে কমে গিয়েছে। সোমবার ভোরে কুয়াশায় কার্যত অদৃশ্য হয়ে গিয়েছে তাজমহল। যার জেরে বাতিল হয়ে গিয়েছে একাধিক উড়ান। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বদলানো হয়েছে অন্তত ২০০টি উড়ানের সময়সূচি। ব্যাহত হয়েছে রেল পরিষেবাও। বায়ু দূষণের জন্য দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত রেড অ্যালার্ট জারি থাকবে বলে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই কুয়াশা চাদরে ঢেকেছে দিল্লি। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

