বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, ঘটনায় জখম ২০ জন যাত্রী

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা মারে বাসটি। ঘটনায় জখম হন ওই বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার সারেঙ্গার তালডিহা এলাকায়।
নিয়ন্ত্রণ হারিয়ে তার গাছে ধাক্কা, নিজস্ব চিত্র 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি ওই যাত্রী বোঝাই বাসটি সারেঙ্গা থেকে মেদিনীপুরের রামগড়ের দিকে যাচ্ছিল। যাত্রাপথে তালডিহা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে বাসটি ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জখমদের উদ্ধার করে সারেঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট বেশি থাকায় সেখান থেকে কয়েকজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top