প্রয়াত শিক্ষিকার পরিবারকে ৩০ লক্ষ টাকার বীমা সহায়তা

Malay Singha
0

 

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে গতকাল এক আবেগঘন অনুষ্ঠানে প্রয়াত প্রাথমিক শিক্ষিকা বন্দনা কুন্ডুর পরিবারের হাতে ৩০ লক্ষ টাকার দুর্ঘটনা বীমার চেক তুলে দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা এসেছে সংগঠনের বিশেষ উদ্যোগে চালু হওয়া ‘অভয়’ (AVAY) গ্রুপ মেডিকেল ও পার্সোনাল এক্সিডেন্ট পলিসি থেকে। শুধু আর্থিক সাহায্য নয়, এই প্রকল্প শিক্ষকদের মধ্যে বীমার গুরুত্ব ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বলেও জানানো হয়েছে।

শিক্ষিকার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে চেক, নিজস্ব চিত্র 

উল্লেখ্য, গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষিকা ছিলেন বন্দনা কুন্ডু। চলতি বছরের এপ্রিলে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তাঁকে স্মরণ করে এদিন আয়োজিত হয় একটি স্মরণসভা ও ‘অভয় সচেতনতা শিবির’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক নির্ঝর কুণ্ডু, রাজ্য গভর্নিং বডির সদস্যা সবিতা কুন্ডু, রাজীব দত্ত, ভবেশ রায়, এবং রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ ধারা, অরিন্দম মন্ডল, কাঞ্চন মহন্ত, নারায়ন প্রামানিক প্রমুখ জেলা নেতৃত্ব। স্থানীয় শিক্ষকমহল জানিয়েছে, এই পদক্ষেপ শুধু দুঃসময়ে প্রয়াত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়াল না, বরং অন্যান্য শিক্ষকদের মধ্যেও সুরক্ষা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top