স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার কোতুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। ঘটনায় জখম দুই শিশুসহ ৬ জন। স্থানীয় সূত্রের খবর কোতুলপুরের থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। গাড়ির ভেতরে ছিল দুই শিশুসহ মোট ৬ জন।
![]() |
কোতুলপুরে দুমড়ে যাওয়া গাড়িটি, নিজস্ব চিত্র |
কোতুলপুরের বৈডাঙ্গার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। স্থানীয়রা জানান গাড়ির গতি এতটাই ছিল যে রাস্তার পাশে তিন পাল্টি খায় ওই গাড়িটি। দুমড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। গাড়ির ভেতরে থাকা আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। এক জনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।