স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়া জয়পুরে ডাকাতির ঘটনায় ব্যাঙ্গালোর থেকে তিন জনকে গ্রেপ্তার করলো জয়পুর থানার পুলিশ। পুলিশ জানায় গত ১১ ই আগস্ট জয়পুরের বালিগুমা জঙ্গলে এক ব্যবসায়ীর গাড়ি আটকে, ১ লক্ষ ৩৪ হাজার টাকা ছিনতাই করে নেয় কয়েকজন দুষ্কৃতি। ওই ব্যাবসায়ী সেদিনই জয়পুর থানায় চুরির লিখিত অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ জয়পুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত বাকিরা গ্রেফতারী এড়ানোর জন্য দক্ষিণ ভারতে গিয়ে আত্মগোপন করে।
পরে জয়পুর থানার পুলিশ বাঙ্গালোর থেকে এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে। বুধবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি এই ঘটনায় ওই ব্যবসায়ীর খালাসী ওতপ্রোত ভাবে জড়িত ছিল।