ভুল রক্ত দেওয়ায় রোগী-মৃত্যু! চাঞ্চল্য বর্ধমান মেডিক্যালে

SKY BANGLA TV
0

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: নাম এক, পদবী আলাদা দুই রোগীর। দু’জনে ভর্তি একই ওয়ার্ডে। ফলে এক রোগীকে রক্ত দিতে গিয়ে অন্য রোগীকে রক্ত দেওয়ার অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজে। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।মৃতার নাম নমিতা বাগদি। জানা গিয়েছে গত শনিবার একই সময়ে দু’জন রোগী ভর্তি ছিলেন। একজন রক্তাল্পতায় আক্রান্ত নমিতা মাঝি, অন্যজন সাপে-কাটা নমিতা বাগদি।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ছবি- ইন্টারনেট 
 নামের মিলেই তৈরি হয় বিভ্রান্তি। নমিতা মাঝির রক্তের প্রয়োজন ছিল, তাই তাঁর পরিবারের তরফে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত আনা হয়। কিন্তু ভুলবশত সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদির শরীরে। রক্ত ঢোকার কিছু সময় পরই ভুল বুঝতে পারেন নার্স ও চিকিৎসাকর্মীরা, কিন্তু ততক্ষণে কিছুটা রক্ত প্রবেশ করে গিয়েছে রোগিণীর শরীরে। পরিবারের অভিযোগ, ভুল রক্ত দেওয়ার পর থেকেই নমিতা বাগদির শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। তাঁর পুত্র রাহুল বাগদি বলেন, রক্ত দেওয়ার পর থেকেই মায়ের হাত ফুলে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। আইসিইউতে নিয়ে যাওয়া হলেও অবস্থার আর উন্নতি হয়নি। মৃতার বাবা দুকড়ি বাগদির অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই মেয়ের মৃত্যু।

হাসপাতালের সুপার জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ৫ জনের তদন্ত কমিটি তৈরি করে ঘটনার তদন্ত করা হবে। যেহেতু মৃতাকে সাপে কেটেছিল, তাই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top