নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: নাম এক, পদবী আলাদা দুই রোগীর। দু’জনে ভর্তি একই ওয়ার্ডে। ফলে এক রোগীকে রক্ত দিতে গিয়ে অন্য রোগীকে রক্ত দেওয়ার অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজে। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।মৃতার নাম নমিতা বাগদি। জানা গিয়েছে গত শনিবার একই সময়ে দু’জন রোগী ভর্তি ছিলেন। একজন রক্তাল্পতায় আক্রান্ত নমিতা মাঝি, অন্যজন সাপে-কাটা নমিতা বাগদি।
![]() |
| বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ছবি- ইন্টারনেট |
হাসপাতালের সুপার জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ৫ জনের তদন্ত কমিটি তৈরি করে ঘটনার তদন্ত করা হবে। যেহেতু মৃতাকে সাপে কেটেছিল, তাই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


