স্কাই বাংলা, বাঁকুড়া: বৃহস্পতিবার বজ্রপাতে বাঁকুড়া জেলা জুড়ে ৭ মৃত্যু হয়েছে। জানা গিয়েছে এরা প্রত্যেকেই মাঠে কাজ করছিলেন, সেই সময় আচমকা বজ্রপাত তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর বাঁকুড়ার ওন্দা থানার কামারকাটা গ্রামের নারায়ণ সার (৪৮), মাকড়কোন্দ গ্রামের জবা বাউরি(৩৮) এবং ওন্দারই কল্যাণী গ্রামের বাসিন্দা তিলকা মাল(৪৯) আজ দুপুরে চাষের কাজে মাঠে গিয়েছিলেন, সেই সময় আচমকা বজ্রপাতে তারা মাঠেই লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ওই সময় বাজ পড়ে মৃত্যু হয় কোতুলপুরের খিরির জিয়াউল হক মোল্লা (৫০) ও পাত্রসায়র ব্লকের কাঁটাবনের বাসিন্দা জীবন ঘোষের (২০)। এছাড়াও এদিন ইন্দাসের বাঙালচক গ্রামের ইসমাইল মন্ডল (৬০) ও জয়পুরের খড়িকাগুলি গ্রামের উত্তম ভূঁইয়ার (৩৮) বাজ পড়ে মৃত্যু হয়। জানা গিয়েছে এরা সকলে মাঠে কাজ করছিলেন।