বাঁকুড়ায় পিকআপ ভ্যান উল্টে মৃত ১

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার পাত্রসায়রে জেনারেটর সহ পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সুমন্ত চট্টোপাধ্যায় (৩২)। বাঁকুড়ার পাত্রসায়ের বাসিন্দা। 


স্থানীয় সূত্রে খবর রবিবার সন্ধ্যায় বাঁকুড়া-বর্ধমান রাজ্য সড়কের উপর পাত্রসায়ের দুধেপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ডিজি জেনারেটর সহ পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় পিকআপ ভ্যানের চালক সুমন্ত চট্টোপাধ্যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়র থানার পুলিশ। তড়িঘড়ি আহত চালককে উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দলীয় মিছিল ছেড়ে ঘটনাস্থলে ছুটে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুব্রত দত্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top