ভোরে মা-বাবার বিছানা থেকে নিখোঁজ ১বছর ৪ মাসের শিশুকন্যা! চাঞ্চল্য বাঁকুড়ায়

Malay Singha
0

মলয় সিংহ বাঁকুড়া: রাতে বাবা-মায়ের কাছে শুয়ে ছিল এক বছর চার মাসের এক শিশুকন্যা। হঠাৎ ভোর রাতে রহস্যজনক ভাবে বাবা-মায়ের বিছানা থেকে নিখোঁজ হয়ে গেল ওই শিশুকন্য। ঘটনা বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামের। ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। একরত্তির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো বুধবার রাতে বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে প্রশান্ত বাউরী ও মুন্নি বাউরী নিজের তিন সন্তানকে নিয়ে বাড়ির মধ্যে শুয়েছিলেন। লোডশেডিং থাকায় প্রবল গরমে ঘরের দরজা খুলে রেখেছিলেন ওই দম্পতি। রাতে ওই দম্পতির ছোট মেয়ে ১ বছর ৪ মাস বয়সী অন্তরা বাউরীকে স্তন্যপান করান মা মুন্নি বাউরী। আজ ভোর চারটা নাগাদ ওই দম্পতি ঘুম থেকে উঠে দেখেন বিছানায় নেই অন্তরা বাউরী। এরপরই বিষয়টি প্রতিবেশীদের জানায় ওই দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশ। হঠাৎ কিভাবে শিশুটি নিখোঁজ হয়ে গেল তা নিয়েই এখন ধন্দে পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top