স্ত্রীকে পুড়িয়ে মারার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন সেনাকর্মীর‌

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অপরাধে এক প্রাক্তন সেনাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত।
স্ত্রীকে খুনের অপরাধে যাবজ্জীবন, নিজস্ব চিত্র 
উল্লেখ্য ২০১১ সালে নভেম্বর মাসে তালডাংরা থানার পাইকা গ্রামের নিবেদিতা ধল্লর সাথে ওন্দার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সমীরণ ধল্লর বিয়ে হয়। অভিযোগ ২০২১ সালের ২৬ এপ্রিল নিজের ঘরে দরজা বন্ধ করে ৫ বছরের ছেলে সৌম্যজিতের সামনে স্ত্রী নিবেদিতাকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় সমীরণ। অগ্নিদগ্ধ হয়ে ৩০ এপ্রিল নিবেদিতার মৃত্যু হয়। এরপর নিবেদিতার বাবা ওন্দা থানায় লিখিত অভিযোগ করেন সমীরণ ও তারা মা-বাবা এবং দাদার নামে। অভিযোগ পেয়ে পুলিশ বিভিন্ন ধারায় মামলা রুজু করে । এরপর গত চার বছর ধরে ১৯ জন সাক্ষী ও বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল প্রাক্তন সেনাকর্মী সমীরণ ধরলো কে দশই সাব্যস্ত করে আদালত। আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদের আরো ৬ মাস কারাদন্ডের নির্দেশ দেয় আদালত। ঘটনায় যুক্ত থাকা তথ্য প্রমাণ না মেলায় অন্যান্য অভিযুক্তদের নির্দোষ বলে ঘোষণা করে আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top