২১ শে জুলাইয়ের সমর্থনে মিছিল INTTUC র

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার দুর্লভপুরে একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল করল তৃণমূল শ্রমিক সংগঠন(INTTUC)। শনিবারের এই মিছিলে নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUCর সভাপতি রথীন ব্যানার্জি।

আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করবে। হবে সমাবেশ। সেই সমাবেশের প্রচারে শনিবার বিকেলে বাঁকুড়ার দুর্লভপুরে জেলা তৃণমূল শ্রমিক সংগঠন (INTTUC)র নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটি দুর্লভপুর শ্রমিক ভবন থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে আবার শ্রমিক ভবনে এসে শেষ হয়।

২১ জুলাইয়ের সমর্থনে মিছিল, নিজস্ব চিত্র 

 “একুশে জুলাই কেবল শহীদ দিবস নয়, এটি আন্দোলনের প্রেরণা। আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার অধীনে ছটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে উপহার দেবেন বলে মন্তব্য করেন রথীন ব্যানার্জি। 

এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল চৌকস।

তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের আদর্শ ছড়িয়ে দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top