বাঁকুড়ায় বজ্রপাতে মৃত ২ , অসুস্থ ৫ ছাত্রী

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার মেজিয়ায় পৃথক দুটি জায়গায় বজ্রপাতে মৃত্যু হলো ২ দুজনের। এর পাশাপাশি এদিন গঙ্গাজলঘাটির একটি স্কুল চত্বরেও বাজ পড়ে। ওই ঘটনায় অসুস্থ হয়েছে ৫ জন ছাত্রী। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেজিয়ার ডাংমেজিয়া গ্রামের বাসিন্দা অজিত মাজি (৪২) শুক্রবার দুপুরে মাঠের কাজে গিয়েছিলেন। সেইসময় আচমকা বজ্রপাত হয়। সেখানেই লুটিয়ে পড়ে অজিত। সেখান থেকে তাকে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে মেজিয়ারই শালতোড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় ১ জনের। মৃতের নাম বাবলু মন্ডল(৫০)। মেজিয়া থানার শালতোড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর শুক্রবার দুপুরে মাঠে কাজ করতে গিয়েছিল বাবলু। সেই সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মাঝেই আচমকা বাজ পড়ে মৃত্যু হয় তার। 

এছাড়াও এদিন গঙ্গাজলঘাটির কুস্থলিয়া উচ্চ বিদ্যালয়ে আচমকা বজ্রপাতে অসুস্থ হয়ে পড়ে ৫ জন ছাত্রী। তড়িঘড়ি তাদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই স্কুলের এক শিক্ষক জানান, এদিন দুপুরে আচমকা বজ্রপাত হয় স্কুলের পাশেই। শব্দ শুনে আমরা বিভিন্ন ক্লাসরুমে গিয়ে দেখি বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এম্বুলেন্স ডেকে তড়িঘড়ি তাদের অমরকানন হাসপাতালে নিয়ে যায়।

স্কুল কর্তৃপক্ষ জানান অসুস্থ পড়ুয়াদের পাশে স্কুল রয়েছে। বাকি ছাত্রছাত্রীদের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top