হঠাৎ মাঝ আকাশে মৃত্যু বৃদ্ধার, উড়ানের জরুরি অবতরণ মহারাষ্ট্রে

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: মাঝ আকাশে উড়ানেই মৃত্যু হলো উত্তর প্রদেশের এক বৃদ্ধার। মৃতের নাম সুশীলাদেবী(৮৯)। উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা তিনি। ওই ঘটনায় বাধ্য হয়ে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের চিকালথানা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর (indigo) বিমান। 

সুত্রের খবর মুম্বই থেকে বারাণসী যাচ্ছিল ইন্ডিগোর ওই উড়ান। মুম্বই বিমানবন্দর থেকে উড়ানে উঠেছিলেন উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা সুশীলাদেবী। বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন। বিমান যখন মাঝআকাশে, আচমকাই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। জানা গিয়েছে, সুশীলাদেবীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে রাত ১০টা নাগাদ চিকালথানা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর ওই বিমানটি। কিন্তু শেষরক্ষা হয়নি। বিমানেই মৃত্যু হয় সুশীলাদেবীর।

সুশীলাদেবীর মৃতদেহ ছত্রপতি শম্ভাজিনগরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর কিছুক্ষণের মধ্যে ফের বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগোর ওই উড়ান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top