ফের বাড়ল রান্নার গ্যাসের দাম ! চাপ বাড়ল মধ্যবিত্তের

SKY BANGLA TV
0 minute read
0

স্কাই বাংলা, নয়াদিল্লি: একধাক্কায় বেশ খানিকটা বাড়ল রান্নার গ্যাসের (Gas) দাম। যার জেরে ফের চাপ বাড়ল মধ্যবিত্তের।
দাম বাড়ল রান্নার গ্যাসের, ছবি-ইন্টারনেট 

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানালেন, এলপিজি(LPG) গ্যাস সিলিন্ডারের দাম আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি ৫০টাকা করে বাড়তে চলেছে। সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী জানান, ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হতে চলেছে ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা। রেহাই পাবেন না উজ্জ্বলা গ্রাহকরাও। উজ্জ্বলা গ্রাহকদের রান্নার গ্যাসের দাম পড়বে ৫৫৩ টাকা এবং উজ্জ্বলা বহির্ভূত রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম হচ্ছে ৮৫৩ টাকা। এক ধাক্কায় ৫০ টাকা গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top