
স্কাই বাংলা, নদিয়া: নদিয়ার মায়াপুরে আনুষ্ঠানিক সূচনা হল দোল উৎসবের। জানা গিয়েছে, এবছরের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্ত সহ লক্ষাধিক ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে। সোমবার পতাকা উত্তোলন-সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইসকনের মায়াপুরে আনুষ্ঠানিক সূচনা হল এবছরের দোল উৎসবের। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম শুভ আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। আলোক মালায় সেজে উঠেছে ইসকন(Iskcon)মন্দির চত্বরও। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান ৩৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার সমাপ্তি হবে আগামী ১৬ মার্চ। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠান বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, সেমিনার,ও বিনামূল্যে প্রসাদ বিতরণ।
 |
মায়াপুরে দোল উৎসবের সূচনা, নিজস্ব চিত্র |
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবেশাধিকার অবাধ। ইসকন সূত্রে খবর, এ’বছরের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্ত-সহ লক্ষাধিক ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে। সেইমতো এখন থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা।