স্কাই বাংলা, বাঁকুড়া: কুম্ভ থেকে বাঁকুড়ার বড়জোড়া ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সৌভিক কর্মকার । ওই ঘটনায় জখম হয়েছে আরও ৬ জন। মৃত ও জখমরা সকলেই বড়জোড়ার প্রতাপপুর, কোটগ্রাম, ব্রাহ্মণডিহা ও হরিণাগাড়া এলাকার বাসিন্দা। কুম্ভ থেকে ফেরার পথে রবিবার ভোরে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় একটি ডাম্পারের সাথে ধাক্কা হয় তাদের বোলেরো গাড়িটির।
অন্যদিকে বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকা থেকে রবিবার একটি গাড়িতে করে ১৪ জন কুম্ভের উদ্যেশ্যে যাচ্ছিলেন। পথে সোমবার ভোরে বিহারের সাসারামে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় হরিপদ সর্দার ও বংশী মন্ডল নামে দুই ব্যাক্তির মৃত্যু হয়, জখম হন ১২ জন।
![]() |
কুম্ভ মেলা, ছবি- ইন্টারনেট |