বাঁকুড়ায় বেআইনি ভাবে বালি পাচারের অভিযোগ, লরি সহ গ্রেপ্তার ২

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় অবৈধভাবে বালি পাচারের অভিযোগ, লরি সহ দুজনকে গ্রেপ্তার করল কোতুলপুর থানার পুলিশ। ধৃতরা দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসিন্দা বলে খবর। শনিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। 
আটক বালি বোঝাই লরি, নিজস্ব চিত্র 
সূত্রের খবর শুক্রবার রাতে রাজ্য সড়ক দিয়ে বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল বালি বোঝাই ওই লরিটি। কোতুলপুর এলাকায় নাকা চেক পোস্টে গাড়িটিকে আটক করে পুলিশ। বালির কোনও রকম বৈধ চালান না থাকায় লরিটি বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে লরির চালক ও খালাসিকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ওই বালি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক বালি বোঝাই লরি, নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top