বাঁকুড়ায় উদ্ধার প্রাপ্ত বয়স্ক ভালুক, গ্রেপ্তার ভিন রাজ্যের যুবক

SKY BANGLA TV
0

স্কাই বাংলা , বাঁকুড়া: প্রাপ্ত বয়স্ক একটি ভালুক সহ ভিন রাজ্যের এক যুবকে গ্রেপ্তার করলো বন দপ্তর। শনিবার ওই ভালুকটি নিয়ে বাঁকুড়ার সারেঙ্গা এলাকায় খেলা দেখাচ্ছিল ওই যুবক। ভালুকটি উদ্ধারের পাশাপাশি মহম্মদ রাজ কালান্দার নামে ওই যুবকে গ্রেপ্তার করেছে বনদপ্তর। জানা গিয়েছে ধৃত ওই যুবকের বাড়ি বিহারে। 
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বিহারের বাসিন্দা ওই যুবক ভালুকটি নিয়ে বিভিন্ন জায়গায় খেলা দেখাত এবং তা থেকে রোজগার করতো টাকা। শনিবার দুপুরে সারেঙ্গার পিঠাবাকড়া এলাকায় খেলা দেখানোর সময় গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছায় বনদপ্তর। ভালুকটিকে উদ্ধারের পাশাপাশি ওই যুবকে গ্রেপ্তার করা হয়। রবিবার খাতড়া মহুকুমা আদালতে তোলা হবে ধৃত যুবককে। ভালুকটিকে আপাতত রাখা হয়েছে সারেঙ্গা রেঞ্জ অফিসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top