কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, গঙ্গাজলঘাটিতে জখম ৩ পূণ্যার্থী

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির জঙ্গলে মারুতি উল্টে জখম ৩ পূণ্যার্থী। আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতরা বাঁকুড়ার গোবিন্দনগর এলাকার বাসিন্দা।
গঙ্গালঘাটির জঙ্গলে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি, নিজস্ব চিত্র 
সূত্রের খবর মহাকুম্ভে স্নান সেরে বাঁকুড়ায় নিজেদের বাড়ি ফিরছিলেন অনিক বিশ্বাস ও তার বাবা শীতল বিশ্বাস (৬৫), মা শ্যামলি বিশ্বাস(৬০)। ফেরার পথে সোমবার সকালে গঙ্গাজলঘাটির জঙ্গলে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাদের গাড়িটি। গাড়িতে থাকা ৩ পূণ্যার্থীই আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় অমরকানন হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top