মাত্র ৪৮ টাকায় ৫৯ কিলোমিটার! বাঁকুড়া-আসানসোল রুটে চালু সরকারি বাস

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: এবার বাঁকুড়া থেকে আসানসোল প্রায় ৫৯ কিলোমিটার পথ যেতে ভাড়া লাগবে ৪৮ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার থেকে চালু হল বাঁকুড়া-আসানসোল সরকারি বাস পরিষেবা। দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোতে এদিন বাঁকুড়া-আসানসোল ভায়া মেজিয়া-রানীগঞ্জ সিএনজি(CNG) চালিত বাস পরিষেবার শুভ সূচনা হলো। পতাকা নেড়ে এই বাস পরিষেবার সূচনা করেন সাংসদ অরুপ চক্রবর্ত্তী।
SBSTC বাস, নিজস্ব চিত্র 
উপস্থিত ছিলেন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার দীপ্তিমান সিনহা প্রমুখ।

জানা গিয়েছে, বাঁকুড়া ও আসানসোল ডিপো থেকে প্রতিদিন একযোগে সকাল আটটা পঁচিশ ও বিকেল চারটা পঞ্চাশ মিনিটে বাস দু'টি ছাড়বে। বাঁকুড়া-আসানসোল প্রায় ৫৯ কিলোমিটার পথ যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভাড়া পড়বে মাত্র ৪৮ টাকা। এই রুটে সরকারি বাস পরিষেবায় খুশি যাত্রীরা।

পতাকা নেড়ে বাঁকুড়া-আসানসোল সরকারি বাস পরিষেবার সূচনা করলেন সাংসদ, নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top