বিহারীনাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের অভিযোগ! নির্যাতিতা তরুণী হাসপাতালে ভর্তি

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার বিহারীনাথে ঘুরতে গিয়ে দুর্গাপুরের এক তরুণীকে গণধর্ষণ অভিযোগ। নির্যাতিতা ওই তরুণী দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার ওই হাসপাতালে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কে। হাসপাতাল কর্মীদের সাথে বসায় জড়িয়ে চরম উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ।
হাসপাতালে ভর্তি নির্যাতিতা তরুণী, নিজস্ব চিত্র 
পুলিশ সূত্রে খবর দুর্গাপুরের ওই তরুণী দীর্ঘদিন ধরে তার মামার বাড়ি আসানসোলের বার্নপুরে থাকতেন। সেখান থেকে ওই তরুণী বন্ধুদের সঙ্গে বৃহস্পতিবার বাঁকুড়ার শালতোড়া থানার বিহারীনাথ পাহাড়ে বেড়াতে যায়। সেখানে একটি রিসোর্টে ওই তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সুত্রের খবর অভিযুক্ত চারজনই পলাতক। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top