স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় এক সেনা কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির অমরকাননের ঘটনা। অমরকাননের রবীন্দ্রপল্লী এলাকার বিষ্ণুদ্যুতি সিংহ নামে ওই সেনা কর্মীর বাড়িতে কেউ না থাকায় শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে প্রতিবেশীরা দরজার তালা ভাঙ্গা দেখে বাড়ির মালিক কে খবর দেয়। পরে গঙ্গাজলঘাটি থানায় চুরির ঘটনার অভিযোগ দায়ের করা হয়।
 |
সেনাকর্মীর বাড়িতে ছুরি, নিজস্ব চিত্র |
জানা গিয়েছে বেশ কিছু গহনা সহ নগদ কয়েক হাজার টাকা চুরি গিয়েছে। উল্লেখ্য কিছুদিন আগে ওই রবীন্দ্রপল্লী এলাকায় আরও একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। যার জেরে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। নিরাপত্তার পাশাপাশি খোয়া যাওয়া জিনিসপত্র ফেরতের আর্জি জানিয়েছেন বাসিন্দারা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।