ঘরে লক্ষ্মীর আগমন, গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে নবজাতক কন্যাকে ঘরে তুললেন বাবা

SKY BANGLA TV
0

এমডি নুর নবীবুল ইসলাম, মুর্শিদাবাদ: ঘরে লক্ষ্মীর আগমন, গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে নবজাতক কন্যাকে ঘরে তুললেন বাবা। ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানায় এলাকার পারুলিয়া গ্রামে ৷

জানা গিয়েছে, বুধবার রাতে জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় রিপন দাস এর স্ত্রী সুজাতা দাস। রিপন ও সুজাতার এটিই প্রথম সন্তান।

কন্যা সন্তান হওয়ার খুশিতে নবজাতককে ঘরে নিয়ে যেতে সমস্ত গাড়ি ঢেকে ফেলা হলো ফুল দিয়ে। পুষ্পবৃষ্টির মাধ্যমে নবজাতক ও প্রসূতিকে অভ্যর্থনা জানানো হয়। পাড়া-প্রতিবেশীদের করানো হয় মিষ্টি মুখও।মেয়ে হওয়ায় খুশিতে পেশায় গাড়ি চালক রিপন দাসের এই কর্মকাণ্ডে অবাক সকলেই।
ফুল দিয়ে সাজানো গাড়ি, নিজস্ব চিত্র 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top