স্কাই বাংলা, নদীয়া: দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। নদীয়ার নবদ্বীপের ঘটনা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে নবদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।
সূত্রের খবর ধৃত ওই নেতা নবীন চক্রবর্তী নদিয়া সাংগঠনিক জেলা বিজেপির দক্ষিণের সহ-সভাপতি। অভিযোগ গত ১২ই ডিসেম্বর ওই নেতা দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধরেরও হুমকি দেয় বলে অভিযোগ। এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা নবদ্বীপ থানায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ওই নেতাকে শহরের রাম-সিতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে নবদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।
![]() |
ধৃতকে আদালতে তোলা হচ্ছে, নিজস্ব চিত্র |
এ বিষয়ে অভিযুক্ত বিজেপি নেতার দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।