স্কাই বাংলা: রেশন দুর্নীতি মামলায় ১৪ মাস পর জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার তাঁকে জামিন দেয় ইডির বিশেষ আদালত। বেশ কয়েকটি শর্তে জ্যোতিপ্রিয়কে জামিন দিয়েছে কোর্ট। প্রাক্তন মন্ত্রীকে ৫০ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয় বলে আদালত সূত্রে খবর।
২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়। প্রায় ১৪ মাস ধরে জেলে রয়েছেন তিনি। এই মামলায় গ্রেফতার হওয়া বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছিলেন। এবার জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
![]() |
জ্যোতিপ্রিয় মল্লিক, ছবি- ইন্টারনেট |
যদিও রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েও তাঁর জামিনের আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদনও নাকচ করেছিল কোর্ট। কিন্তু অবশেষে জামিন পেলেন তিনি।
![]() |
জ্যোতিপ্রিয় মল্লিক, ছবি- ইন্টারনেট |