স্কাই বাংলা, রায়গঞ্জ: বুধবার ইসলামপুর কোর্ট থেকে পুলিশের গাড়িতে করে আসামি নিয়ে যাওয়ার সময় শুটআউটের ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ পুলিশ কর্মী। বুধবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়ার ইকরচলা কালীবাড়ি এলাকায়।
 |
প্রতিকি ছবি, ইন্টারনেট |
সূত্রের খবর, এদিন রায়গঞ্জ থানার পুলিশ কয়েকজন আসামিকে নিয়ে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় করণদিঘির একটি খুনের মামলার আসামি সাজ্জাক আলম শৌচাগারে যেতে চেয়ে গাড়ি থামানোর অনুরোধ করে পুলিশকে। পুলিশ পাঞ্জিপাড়ার কাছে গাড়ি থামিয়ে সাজ্জাককে শৌচাগারে নিয়ে যায়। শৌচাগার থেকে ফেরত আসার সময়ই ওই দুই পুলিশকর্মীর উপর বন্দুক নিয়ে হামলা হয়। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন দু’জনে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আসামি সাজ্জাক। দুই পুলিশ কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সাজাপ্রাপ্ত আসামির কাছে কিভাবে বন্দুক এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।