
স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো কিশোর সহ এক বৃদ্ধার। মৃতদের নাম দেব কেওড়া(১৫) ও উজ্জ্বলা হাজরা(৫৫)। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে ইন্দাসের নন্দী পাড়ায়। জানা যায় মকর সংক্রান্তির মেলা উপলক্ষে মামার বাড়ি এসেছিল ওই কিশোর। সেখানেই ঘটে এই বিপত্তি।
 |
ভাঙা বাড়ি, নিজস্ব চিত্র
|
স্থানীয় সূত্রে খবর, উজ্জ্বলা হাজরা নামে ওই বৃদ্ধা সরকারী আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির একাংশ ভেঙে কাজও শুরু করেছিলেন। বুধবার রাতে নাতিকে নিয়ে ভাঙা বাড়ির একটি অংশে ঘুমোচ্ছিলেন বৃদ্ধা। সেই সময় হঠাৎই বাড়ির একাংশ ভেঙে পড়ে তাদের উপর। নাতি সহ দিদা দেওয়ালে চাপা পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ, ও প্রশাসনের আধিকারিকরা। এ বিষয়ে ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ প্রতি বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি যথেষ্ট দুর্ভাগ্যজনক। ওই বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। গ্রামের মানুষজন ওদের অন্যত্র থাকার কথা বললেও তারা শোনেননি। মৃতদের পরিবারের পাশে প্রশাসন রয়েছে বলেও জানান তিনি।