স্কাই বাংলা, বাঁকুড়া: খুড়তুতো দাদার দাহ কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো ভাইয়ের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার কালবেড়িয়া মোড়ের কাছে। মৃতের নাম সনাতন কর (৪৫)। বাড়ি বেলিয়াতোড়ে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার এক বন্ধুও। তাকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার দুপুরে সনাতনের খুড়তুতো দাদা শারীরিক অসুস্থতার কারণে মারা যান। সন্ধ্যায় শালী নদীর তীরে তার দাহকাজ সম্পন্ন করা হয়। কাজ সেরে বাড়ি ফেরার পথে বেলিয়াতোড়ের কালবেড়িয়া মোড়ের কাছে একটি কন্টেনার সনাতন ও তার বন্ধু তরুণ বাউরীকে ধাক্কা দেয়। তরুণ রাস্তা ধারে ছিটকে পড়েন, আর কন্টেইনারের পিছনের চাকায় পৃষ্ট হয়ে যান সনাতন। উদ্ধার করে বেলিয়াতোড় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তরুণ বাউরীকে পাঠানো হয় বাঁকুড়া মেডিকেলে।