অনলাইন অ্যাপে গাড়ি বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার বাঁকুড়ার যুবক !

SKY BANGLA TV
0
স্কাই বাংলা, বাঁকুড়া: অনলাইন অ্যাপে গাড়ি বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার এক যুবক। বাঁকুড়ার ছাতনার ঘটনা। তদন্তে নেমে গাড়ি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সেলিম শেখ(৪০)।
সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।
উদ্ধার হওয়া গাড়ি, নিজস্ব চিত্র 
অভিযোগ, ছাতনার ঝাঁটিপাহাড়ির এক যুবক তার পুরনো গাড়ি বিক্রির জন্য একটি অনলাইন অ্যাপে বিঞ্জাপন দেন। সেখানেই অভিযুক্তের সাথে তার যোগাযোগ হয়। গাড়ি কেনার জন্য ওই ব্যাক্তি ছাতনার যুবকে একটি ব্যাংক ড্রাফট দেয়। পরে ব্যাংকে নিয়ে গেলে জানা যায় সেটি নকল। পরে পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে কলকাতার দত্ত পুকুর এলাকা থেকে ওই গাড়ি সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে ছাতনা থানার পুলিশ। 
তবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top