স্কুল ভ্যানের সাথে চার চাকার সংঘর্ষ, মৃত্যু প্রধান শিক্ষিকার

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বন কামারপুকুর মোড়ের কাছে একটি স্কুল ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি চার চাকা গাড়ির। ঘটনায় মৃত্যু হয় একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকার। মৃতের নাম রুমা বিশ্বাস (৩০)। জয়পুরের জুজুড় এলাকার বাসিন্দা। ঘটনায় জখম হয়েছে ওই স্কুল ভ্যানটির চালক সহ বেশ কয়েকজন পড়ুয়াও।
দুর্ঘটনার কবলে স্কুল ভ্যান, নিজস্ব চিত্র 
স্থানীয় সূত্রে খবর এদিন সকালে জয়পুরের জুজুড় থেকে ওই স্কুল ভ্যানটি বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলে আসছিল। স্কুলের পড়ুয়া ছাড়াও প্রধান শিক্ষিকা ছিলেন ওই ভ্যানটিতে। বিষ্ণুপুরের বন কামারপুকুর মোড়ের কাছে একটি চার চাকা গাড়ির সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার স্থলে গুরুতর আহত হন প্রধান শিক্ষিকা সহ চালক ও গাড়িতে থাকা পড়ুয়ারা । সকলকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রধান শিক্ষিকার মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top