প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, নয়া দিল্লি: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

manmohan singh
মনমোহন সিং, ছবি- ইন্টারনেট 
১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাঁকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুবার, সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন।
Former prime minister of India
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ছবি- ইন্টারনেট 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top