স্কাই বাংলা, বাঁকুড়া: ১লা জানুয়ারি ২৭পেরিয়ে ২৮-এ পা দিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৮ সালে রাজনৈতিক ভাবে পথ চলা শুরু করে তৃণমূল। আজ সকাল থেকেই সারা রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সেই মত আজ সকালে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর শ্রমিক ভবন কার্যালয়ে দিনটি পালন করা হল।
|
দলীয় পতাকা উত্তোলন, নিজস্ব চিত্র |
তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি রথীন ব্যানার্জি। এরপর তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাকর্মী বিগত দিনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে নীরবতা পালন করা হয়। আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করা হচ্ছে বলে জানান রথীন ব্যানার্জি। এ দিন এই কর্মসূচিতে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।