আদিবাসী ফ্যাশন শোতে ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী

SKY BANGLA TV
0

 

স্কাই বাংলা, বাঁকুড়া: বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শোতে ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।

সম্প্রতি দিল্লির একটি ফ্যাশন শোতে ব়্যাম্পে হাঁটেন বিজেপি-র সাংসদ সুকান্ত মজুমদার। এবার ব়্যাম্পে দেখা গেল রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। ৩৭ তম বিষ্ণুপুর মেলার দ্বিতীয় দিনে মেলার মূল মঞ্চে আয়োজন করা হয় আদিবাসী ফ্যাশন শো এর। সেই ফ্যাশন শো তে অংশগ্রহণ করেন জ্যোৎস্না। আদিবাসী ভাইবোনদের সঙ্গে নিয়ে ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী।

বিষ্ণুপুরে ফ্যাশন শোয়ে ব়্যাম্পে হাঁটলেন মন্ত্রী, নিজস্ব চিত্র 
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতেই এই বিশেষ ফ্যাশন শোয়ের আয়োজন হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি, সমাজ সচেতনতার জন্যও আয়োজন হয় এই ফ্যাশন শো এর। এছাড়াও যদুভট্ট মঞ্চে নৃত্য পরিবেশনও করেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। 

তবে এই প্রথম নয়, এর আগে মুকুটমণিপুরে একটি ফ্যাশন শো তে অংশগ্রহণ করেন জ্যোৎস্না। এবার বিষ্ণুপুরে। এদিন ফ্যাশন শো এর মধ্যে রাজ্য সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্পগুলিও তুলে ধরেন জ্যোৎস্না।

আদিবাসী ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করলেন জ্যোৎস্না, নিজস্ব চিত্র 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top