আমন্ত্রিতদের গাছ উপহার দিলেন নবদম্পতি, ছকভাঙা বিয়েতে পুরোহিত 'মহিলা'

Malay Singha
0

 

স্কাই বাংলা, বাঁকুড়া: বিয়েতেও পরিবেশ সচেতনতার বার্তা! আমন্ত্রিতদের চারা গাছ উপহার দিলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নবদম্পতি।
আমন্ত্রিতদের গাছ উপহার, নিজস্ব চিত্র 
গঙ্গাজলঘাটির কলগড়া গ্রামের বাসিন্দা অধ্যাপক বিশ্বজিৎ পাতরের সঙ্গে বিয়ে হয়েছে রীনা পাতরের। বৃহস্পতিবার কলগড়ায় হয়েছে তাদের বৌভাত অনুষ্ঠান। তবে তাদের বিয়েতে চেনা ছক নয়, বিয়ে হল চিরাচরিত ছক ভেঙেই। মন্ত্র পড়ে বিয়ে দিলেন 'মহিলা' পুরোহিত। এমন কী বিয়ের বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত প্রত্যেক অতিথিদের হাতেও তুলে দেওয়া হলো বিভিন্ন ধরনের চারাগাছ। গাছ জীবনের জন্য কতটা জরুরি তা বোঝাতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে নবদম্পতি। বিশ্ব উষ্ণায়ন কমাতে গাছ লাগানো জরুরী‌। তাই বিয়ের সামাজিক অনুষ্ঠানে চারাগাছ বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপনের একটি বার্তা দিলেন তাঁরা। এমন বিয়েতে বর-কনের পাশাপাশি খুশি আত্মীয় পরিজনরাও।
বিয়েতে অতিথিদের গাছ উপহার, নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top