যোগ্যদের নাম নেই তালিকায়! বাঁকুড়ায় আবাসের সমীক্ষা ঘিরে বিক্ষোভ

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: আবাসের সমীক্ষা করতে গিয়ে এলাকার মহিলাদের ক্ষোভের মুখে পড়ল সমীক্ষক দল।শেষমেশ সমীক্ষা অসমাপ্ত রেখেই ফিরে যেতে হয়েছে ওই সমীক্ষক দলকে। বাঁকুড়ার কোতুলপুরের ঘটনা।
Awas Yojana
সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ- নিজস্ব চিত্র 
কোতুলপুর ব্লকের গোগড়া গ্রামে আবাস যোজনার সমীক্ষা করতে গেলে সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। তাঁদের দাবি, এলাকায় একাধিক পরিবার কাঁচা বাড়িতে বসবাস করে। বারংবার সমীক্ষা করেও তাঁদের নাম আবাসের তালিকায় ঢোকেনি। অথচ যে পরিবারগুলি একবার আবাস যোজনায় বাড়ি পেয়েছে, তাদের নাম আবার তালিকাভুক্ত হচ্ছে। সমীক্ষক দল বিষয়টি খতিয়ে দেখবে বলে। কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি। শেষমেশ সমীক্ষা অসমাপ্ত রেখেই ফিরে যেতে হয়েছে ওই সমীক্ষক দলকে।
আবাসের সমীক্ষা ঘিরে ক্ষোভ - নিজস্ব চিত্র 
এবিষয়ে কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোহিনূর খাতুন বলেন, ‘‘বিক্ষোভকারীদের অভিযোগ ভিত্তিহীন। আবাসের উপভোক্তা তালিকায় যাঁদের নাম রয়েছে, শুধু সেগুলির উপর সমীক্ষা হচ্ছে। পুরো বিষয়টি অ্যাপের মাধ্যমে হচ্ছে।
যোগ্যদের নাম নেই তালিকায়, ক্ষোভ - নিজস্ব চিত্র 
রাজ্যে জুড়ে আবাসের সমীক্ষার কাজ শুরু হয়েছে বেশ কিছু দিন হল। তবে তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন থাকার কারণে বাঁকুড়ায় নির্বাচনী বিধি জারি হয়েছিল। ফলে ওই জেলায় সমীক্ষার কাজও থমকে ছিল। উপনির্বাচনের ফল ঘোষণার পর আবার সমীক্ষা শুরু হয়েছে। কিন্তু সমীক্ষার শুরুতেই ধাক্কা খেল কাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top