স্কাই বাংলা, বাঁকুড়া: দুর্গাপুজোর পর এবার কালীপুজোর বাদ্যি বেজে গিয়েছে। মঙ্গলবার বাঁকুড়ার দুর্লভপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের কালী পুজোর শুভ উদ্বোধন করলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবছরের পুজোর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি এদিন নব নির্মিত তৃণমূল শ্রমিক ভবনেরও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, বাঁকুড়ার পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার প্রমুখ।
 |
শ্রমিক ভবনে কালী পুজো উদ্বোধন, নিজস্ব চিত্র |
বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জি বলেন যে, "এবছর আমাদের পুজো অষ্টম বর্ষে পদার্পণ করলো। প্রতিবছর এই পুজো জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়, এবছরও তার অন্যথা হয়নি। অন্যান্য বছর প্যান্ডেল করে শ্রমিক ভবনে মায়ের আরাধনা করা হতো। এবছর নতুন মন্দির নির্মিত হয়েছে সেই মন্দিরেই মা পূজিত হবেন।"