চেক ড্যামে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যুবকের মৃত্যু!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: চেক ড্যামে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল ২৭ বছরের এক যুবকের। মৃতের নাম দিলীপ মাণ্ডি। বাঁকুড়ার সিমলাপালের রমাকোন্দা গ্রামের বাসিন্দা।
নিজস্ব চিত্র, বাঁকুড়া 
স্থানীয় সূত্রে খবর সোমবার দুপুরে তালডাংরার জামবেদিয়া গ্রাম সংলগ্ন একটি চেক ড্যামে মাছ ধরতে যায় ওই যুবক। মাছ ধরার পর ওই যুবক চেক ড্যামে নেমেছিল স্নান করার উদ্দেশ্যে। সেই সময় আচমকা তলিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সোমবার থেকে তল্লাশি চালানোর পর । মঙ্গলবার সন্ধ্যায় বিপর্যয় মোকাবিলা টিম যুবকের দেহ উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top