
স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার শালতোড়ায় বিস্ফোরণের ঘটনার তদন্ত হাতে নিল এনআইএ (NIA)। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এই তদন্তভার তারা হাতে নিয়েছে। আদালতের নির্দেশে NIA-এর হাতে এই মামলার যাবতীয় নথিপত্র তুলে দিয়েছে জেলা পুলিশ।
 |
বিস্ফোরণ স্থল, ফাইল ছবি |
উল্লেখ্য গত ৩০ আগস্ট রাতে শালতোড়ার লাপাহাড়ি এলাকায় বাইকে করে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে।প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা। সেই বিস্ফোরণে মৃত্যু হয় বাইক আরোহী জয়দেব মণ্ডলের। জানা গিয়েছে ওই বাইক আরোহীর বাড়ি শালতোড়া থানারই ঝনকা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়।
 |
বিস্ফোরণ স্থল, ফাইল ছবি |
এরপর এই ঘটনা তদন্ত নামে পুলিশ। ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে। এবার সেই তদন্তভার নিজেদের হাতে নিল এনআইএ(NIA)। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় রাজনৈতিক মহলে শুরু হয় জোর চাপানউতোরও। এনআইএ তদন্তের দাবিতে পথে নামে বিজেপি। ঘটনার দিন রাতেই NIA তদন্তের দাবি তুলে X হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দাবি করেছিলেন এলাকায় অবৈধ খননকাজের জন্যই বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইটের মতো ভয়ঙ্কর বিস্ফোরক।
 |
ঘিরে ফেলা হয়েছে ঘটনাস্থল, ফাইল ছবি |
আর তা বিস্ফোরণ ঘটেই এই দুর্ঘটনা! এমনই স্পষ্ট অভিযোগ ছিল শুভেন্দুর। এবার সেই ঘটনার তদন্ত হাতে নিল এনআইএ (NIA)। শেষ পর্যন্ত এনআইএ মাঠে নামায় তদন্ত প্রক্রিয়া কোনদিকে যায় এখন সেটাই দেখার।
 |
NIA, প্রতীকী ছবি- ইন্টারনেট
|