55 লাখ থেকে 13 কোটি ! কে থাকল কে গেল?

SKY BANGLA TV
0

সুরজিৎ খাঁ, স্কাই বাংলা: দীপাবলীর দিনে আইপিএলের ঢাকে কাঠি পড়লো। আইপিএল(IPL)-এর মেগা অকশনের রিটেনশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১শে অক্টোবর । প্রতিটি দল নিজের মত করে সাজিয়ে নিয়েছে রিটেনশনের তালিকা । কোন দলের কাছে কতটা খরচ হলো সাথে এক নজরে দেখে নেওয়া যাক ১০ দলের রিটেনশন এর চূড়ান্ত তালিকা নিম্নরূপ।


কলকাতা নাইট রাইডার্স : ৬ জন

রিংকু সিং (১৩ কোটি)

আন্দ্রে রাসেল (১২ কোটি)

সুনীল নারায়ন (১২ কোটি)

বরুণ চক্রবর্তী (১২ কোটি)

হার্ষিত রানা (৪ কোটি) আনক্যাপ

রামানদ্বীপ সিং (৪ কোটি) আনক্যাপ


চেন্নাই সুপার কিংস : ৫ জন

ঋতুরাজ গায়কোয়ার (১৮ কোটি)

রবীন্দ্র জাদেজা (১৮ কোটি)

মহেশ পাথিরানা (১৩ কোটি)

শিবম দুবে (১২ কোটি)

মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি) আনক্যাপ


মুম্বাই ইন্ডিয়ান্স : 5 খেলোয়াড়

জাসপ্রিত বুমরাহ (১৮কোটি)

রোহিত শর্মা (১৬.৩০কোটি)

হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি)

সূর্য কুমার যাদব (১৬.৩৫কোটি)

তিলক বর্মা (৮ কোটি)


রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর : 3 খেলোয়াড়

বিরাট কোহলি (২১ কোটি)

ইয়াশ দয়াল (৫ কোটি)

রজত পাতিদার(১১ কোটি)


গুজরাট টাইটান্স : 

রাশিদ খান (১৮ কোটি)

শুভমান গিল (১৬.৫ কোটি)

সাই সুদর্শন (৮.৫কোটি)

রাহুল তেওটিয়া (৪ কোটি) আনক্যাপ

শাহরুখ খান (৪ কোটি) আনক্যাপ


পাঞ্জাব কিংস : ২ জন

(কোন ক্যাপ খেলোয়াড়কে রিটেন করেনি)

শশাঙ্ক সিং (৫.৫ কোটি) আনক্যাপ খেলোয়াড়

প্রভ্সিমরান(৪ কোটি) আনক্যাপ খেলোয়াড়


দিল্লি ক্যাপিটালস : ৪ জন

কুলদীপ যাদব (১২.৫ কোটি)

অক্ষর পাটেল (১৬.৫ কোটি)

ট্রিস্টান স্টবস (১০ কোটি)

ঈসান পোড়েল (৪কোটি) আনক্যাপ খেলোয়াড়


রাজস্থান রয়েলস : ৬ জন

সঞ্জু স্যামসন (১৮ কোটি)

যশস্বী জয়সওয়াল (১৮ কোটি)

রিয়ান পরাগ (১৪ কোটি)

ধ্রুব জুরেল (১৪ কোটি)

শিমরান হেটমায়ার (১১ কোটি)

সন্দীপ শর্মা (৪কোটি) আনক্যাপ


লখনৌ সুপারজায়েন্ট : ৫জন

নিকোলাস পুরন (২১ কোটি)

রবি বিষ্ণোয় (১১ কোটি)

মায়াঙ্ক যাদব (১১ কোটি)

মহসীন খান (৪ কোটি) আনক্যাপ

আয়ুস বাদানি (৪ কোটি) আনক্যাপ


সানরাইজ হায়দ্রাবাদ : ৫ জন

পেট কামিন্স (১৮ কোটি)

ট্রেভিস হেড (১৪ কোটি)

অভিষেক সিং (১৪কোটি)

হেনরি ক্লাসন (২৩ কোটি)

নিতিশ রেড্ডি(৬ কোটি)


প্রতিটি দল রিটেনশন করলেও এই তালিকা থেকে বাদ যাওয়া খেলোয়াড়দের তালিকা ছিল আরো চমকপ্রদ ।

বিশেষ করে গতবারের দশ দলের অধিনায়কের মধ্যে পাঁচজন অধিনয়কই এবার রিটেনশন হয়নি ।

শ্রেয়াস আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)

ফ্যাফ ডুপ্লেসিস (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

ঋষভ পান্ত (দিল্লী ক্যাপিট্যালস)

কে এল রাহুল (লখনৌসুপার জয়েন্ট )

শিখর ধাওয়ান ( পাঞ্জাব কিংস)


তাই বলাই চলে এই পাঁচটি দলের ফ্রাঞ্চাইজ নতুন অধিনায়ক খোঁজার জন্য মেগা নিলামে বিশেষ নজর রাখবে । এছাড়াও প্রতিটি দল কিভাবে নিজেদের দল গোছায় সেটাও দেখার বিষয় রইলো ।











খেলার জগতের আরো খবর পেতে চোখ রাখুন আমাদের খেলার পেজে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top