স্কাই বাংলা, বাঁকুড়া: আরজি কর(Rgkar) হাসপাতালে আর্থিক তছরূপের অভিযোগে তোলপাড় রাজ্য। সেই আবহেই এবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে(Bankura University) উঠল একাধিক অনিয়মের অভিযোগ। মঙ্গলবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে বেশ কিছু পোস্টার সাঁটানো ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি স্কাই বাংলা(SKY BANGLA)। আর এই পোস্টারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার সহ তিন আধিকারিকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
 |
সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্টারে ভিডিও |
খবর চাউর হতেই বিশ্ববিদ্যালয় চত্বরের পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন কর্তৃপক্ষ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোস্টারে করা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগকেও মানতে চাননি তিনি। তাঁর দাবি সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
 |
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, নিজস্ব চিত্র |