স্কাই বাংলা, বাঁকুড়া: ২০২২ সালে বাঁকুড়ার মেজিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দোষীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। সাজাপ্রাপ্তের নাম বিনোদ বাউরী। মেজিয়ার জোড়সা গ্রামের বাসিন্দা।
 |
অভিযুক্ত ব্যাক্তি, নিজস্ব চিত্র |
আদালত সূত্রে খবর ২০২২ সালের মার্চ মাসে মেজিয়া থানা এলাকার এক গৃহবধূ পুকুরে শামুক কুড়োতে গেলে সেখানেই তাকে একা পেয়ে ধর্ষণ করে বিনোদ বাউরী বলে অভিযোগ। পরে নির্যাতিতা মেজিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সেই মামলাতেই মঙ্গলবার অভিযুক্ত বিনোদ বাউরীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বাঁকুড়া জেলা আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য।