স্কাই বাংলা, কলকাতা: কলকাতার ১৫০ বছরের ঐতিহ্যবাহী ট্রাম (Tram) পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে ঐতিহ্য হিসাবে পর্যটকদের জন্য মাত্র তিন কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত চালানো হবে ট্রাম। গত সোমবার এ কথা জানান পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
 |
ট্রাম, ছবি- ইন্টারনেট |
১৮৭৩ সালের ২৪ শে ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয় কলকাতায়। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু হয় বৈদ্যুতিক ট্রাম। সাথে সাথে ভারতের ১৫টা শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম। তবে কালের নিয়মে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পিছিয়ে পড়ছে ট্রাম যাত্রা। কলকাতা ছাড়া বাকি সমস্ত শহরেই ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলা। এবার কলকাতার রাস্তায়ও একেবারে বন্ধের পথে ট্রাম। তবে হেরিটেজ হিসেবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দফতর। শুধু সাড়ে ৩ কিলোমিটার রাস্তায় ট্রাম চলবে বলেই জানা গিয়েছে। পরিবহন মন্ত্রীর স্নেহাশিস চক্রবর্তী বলেন, কলকাতার রাস্তায় সর্বশেষ দুটি লাইনে ট্রাম চলতো ধর্মতলা থেকে বালিগঞ্জ, ও ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেইসব লাইন তুলে দেয়া হচ্ছে।
 |
ট্রাম, ছবি- ইন্টারনেট |
পরিবহণ মন্ত্রী উল্লেখ করেছেন যে, কলকাতার জনসংখ্যা এবং যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও, শহরের রাস্তার পরিমাণ কোনও বৃদ্ধি পায়নি। কলকাতার রাস্তার মাত্র ৬ শতাংশ জায়গা গাড়ির জন্য উপলব্ধ, যা মুম্বই ও দিল্লির তুলনায় অনেক কম। এই কারণেই ট্রাম পরিষেবা সীমাবদ্ধ করা হচ্ছে।
 |
ট্রাম, ছবি- ইন্টারনেট |
মন্ত্রী আরও জানান, বাংলায় এক লক্ষেরও বেশি ইলেকট্রিক যানবাহন ইতিমধ্যেই নিবন্ধিত হয়েছে, যা কার্বন কমাতে সাহায্য করছে। তবে ট্রামগুলিকে শুধুমাত্র অ-দূষণকারী বলে তাদের পুনরুজ্জীবিত করার কোনও বৈধ যুক্তি হতে পারে না।
 |
ট্রাম, ছবি- ইন্টারনেট |