স্কাই বাংলা, কলকাতা: অবশেষে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। আরজি কর (Rg kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় গত শনিবার CBI এর হাতে গ্রেপ্তার হন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল(Abhijit Mondal)। অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। এরপরই বুধবার টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল কে সাসপেন্ড করা হয়। |
টালা থানা, ছবি- ইন্টারনেট |
দু’দিন আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা করে আসেন লালবাজারের কর্তারা। তখন তাঁর স্ত্রীকে জানান, কলকাতা পুলিশ পাশে আছে অভিজিতের। কিন্তু এতকিছুর পরও বুধবার কলকাতা পুলিশই অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করল। আসলে সিবিআই(CBI) কোনও পুলিশ অফিসারকে গ্রেপ্তার করলে নিয়ম অনুযায়ী সাসপেন্ড করতেই হয়। সেটাই করা হয়েছে। সেক্ষেত্রে টালা থানার প্রাক্তন ওসির পাশে কেমন করে কলকাতা পুলিশ থাকবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
 |
টালা থানার প্রাক্তন ওসি, ছবি- ইন্টারনেট |