বানভাসি এলাকা দেখতে গিয়ে নদীতে পড়ে গেলেন দুই সাংসদ সহ জেলা শাসক!

SKY BANGLA TV
0

 

স্কাই বাংলা, বীরভূম: বুধবার বীরভূমের লাভপুরে বানভাসি এলাকা দেখতে গিয়ে স্পিড বোট উল্টে নদীতে পড়ে গেলেন তৃণমূলের দুই সাংসদ ও জেলাশাসক সহ মোট ১৩ জন। যদিও সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

ছবি- ইন্টারনেট 
স্থানীয় সূত্রে খবর এদিন বীরভূমের লাভপুরে বন্যা পরিস্থিতি দেখতে যান বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার সহ তৃণমূল দুই সাংসদ অসিত মাল ও সামিরুল ইসলাম, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ। যে যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, সেখানকার মানুষের খবরাখবর নিতে যাওয়ার সময় ঘটে বিপত্তি। আচমকা জলের তোড়ে কুয়ে নদীতে স্পিডবোট উল্টে যায়। জলে পড়ে যান পুলিশ সুপার ছাড়া বাকিরা। হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। তড়িঘড়ি প্রশাসনিক কর্তাদের উদ্ধার করতে নামেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনাই হতাহতের কোন খবর নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top